সিদ্দিকী’স সবুজ চুলাতে সবুজ জ্বালানী দিয়ে মাত্র ৫ টাকায় ১ দিনের রান্না! বিসমিল্লাহির রাহমানির রাহিম, সুপ্রিয় বন্ধুগন, আপনারা হয়ত এই পোস্টের শিরোনাম দেখে ভাবছেন ৫ টাকায় ১ দিনের রান্না! এটা আবার কিভাবে সম্ভব ? জি, বন্ধুগন এ অসম্ভব কে সম্ভব করেছে সাতক্ষীরার একজন
গবেষক জনাব মোস্তাক আহম্মদ সিদ্দিকী (লিটন)। যিনি ১৯৯৫ সন থেকে কাদা দিয়ে তৈরী উন্নত চুলা নিয়ে গবেষনা করছেন, ১৯৯৮ সনে তিনি সর্বপ্রথম এই চুলাকে কংক্রিটের ঢালাই করে রেডীমেড সহজে বহন ও স্থাপনযোগ্য্য চুলা তৈরী করেন, এ কারনে টেকনোলজি পন্যে রুপান্তর হয়ে গেলো, তিনি ২০১০ সনে জার্মান টেকনিক্যাল কো-অপারেশনের ৪০০ পার্টনার অর্গানাইজেশন করে কংক্রিটের রেডীমেড চুলা তৈরীর কৌশলের উপর মাস ব্যাপি প্রশিক্ষন ও ৪০০ প্রতিষ্ঠানকে চুলা তৈরীর ডাইস সাপ্লাই করেন, যে টি বন্ধু চুলা নামে সারা দেশে সমাদৃত! তানার সর্বশেষ উদ্ভাবন ফেলে দেওয়া বর্জ্য থেকে কম খরচে জ্বালানী কাঠ ও ব্যাবহৃত টিনদিয়ে তৈরী খুবই হালকা বহন যোগ্য সবুজ চুলা, এখন জানাই কি ভাবে সবুজ চুলাতে সবুজ জ্বালানী দিয়ে মাত্র ৫ টাকায় আপনার সারাদিনের রান্না করতে পারবেন । এই লেখাটি পড়ে যদি আপনার সামান্য উপকার হয় তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে বলে আশা করা যায়, চলুন তাহলে শুরু করা যাক–
সিদ্দিকী’স সবুজ চুলার সুবিধাসমূহ: ১. গ্যাসের চুলার মত একবার জালিয়ে রান্না করার সুবিধা ২. জ্বালানি খরচ সাশ্রয়ী ৩. ধোয়া কালি ময়লাহিন রান্নার নিশ্চয়তা ৪. ৫০০ গ্রামের চাউল রান্না করতে সময় লাগে ১৫-২০ মিনিট ৫. কম খরচে রান্না ৬. পরিবেশ বান্ধব ৭. গাছপালার কোন ক্ষতি হয়না এই প্রযুক্তির চুলা ও তার ব্যাবহার নিয়ে বাংলাদেশের একটি স্বনামধন্য টিভি চ্যানেল একটি রিপোট করেছিল দেখুন সেই ভিডিওটি
এবার আপনাদের কে জানাবো কিভাবে আসলে ৫ টাকায় এ সুবিধা পাবেন: ১. আপনাকে পূনঃব্যাবহার যোগ্য টিনের তৈরী চুলা দেয়া হবে সেখানে আপনি একবার কাঠ অথবা আমাদের তৈরি কাঠ ব্যবহার করলে গ্যাসের চুলার মত সারাদিন রান্না করতে পারবেন। ২. আমরা একটি ২/৩ জনের ছোট পরিবারের উপর গবেষনা এবং সরাসরি রান্না করে দেখেছি এই স্পেশাল চুলায় আপনি যদি এক দিনের জন্য রান্না করতে চান সেক্ষেত্রে আপনার দিনে মাত্র ১০ টাকার জ্বালানি কাঠ খরচ হবে এবং সিদ্দিকী’স আপনার পুড়ে যাওয়া কাঠ আনুপাতিক হারে ৫ টাকা খরচে ক্রয় করে নিবে আপনার নিকট থেকে অথ্যাৎ আপনার কাছে যেটা ফেলনা আমাদের কাছে সেটাই সম্পদ হিসেবে বিবেচিত। ৩. তাহলে (১০-৫) = ৫ টাকা খরচে আপনি করে নিতে পারবেন ১ দিনের রান্না খুবই সহজে। ৪. গ্যাসের বিকল্প হিসাবে এই চুলা ব্যবহারে আপনার অর্থ এবং পরিবেশের উপর এক মারাত্বক প্রভাব থেকে অপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ। *বিশেষ দ্রষ্টব্যঃ আপনার রান্নার ধরন, মানুষের সংখ্যা ভেদে ১/২ টাকা বেশি, কম হতে পারে সেটি বিবেচনাধিন।

কোথায় পাবেন এই প্রযুক্তির চুলাঃ এই চুলা পেতে হলে আপনাকে সরাসরি চলে আসতে হবে সিদ্দিক’স এর কার্যালয় সুলতানপুর ঝিলপাড়া, জামে ওমর ফারুক মসজিদের পাশে। অথবা সরাসরি অনলাইনে অর্ডার করতে এখানে ক্লিক করুন। অথবা আপনার নাম, ঠিকানা মোবাইল নং লিখে আমাদের কে এখানে ইনবক্স করুন। অথবা সরাসরি এই নং কল করুন। আপনার অডারের ১ ঘন্টার মধ্যেই আপনার পন্যটি সরাসরি আপনার ঠিকানায় পৌছে দেয়া হবে ইনশাল্লাহ ফ্রি ডেলিভারি সহ। এটার দাম কেমনঃ দামের দিক দিয়ে চিন্তা করলে ১টা গ্যাসের চুলার যে দাম তার থেকে অনেক অনেক কম মাত্র ৬০০ টাকায় আপনি এই নতুন প্রযুক্তির পরিবেশ বান্ধব সবুজ চুলাটি পেয়ে যাবেন যা দিয়ে আপনার ৫ টাকায় ১ দিনের রান্না হয়ে যাবে ইনশাল্লাহ। অপনি যদি একবারে কাঠসহ এই চুলা কিনতে চান তাহলে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা মূল্য হিসেবে পাবেন ৫০ টাকা ছাড়! এছাড়া আপনি যদি চুলাটি কিনতে অক্ষম হন তবে কিস্তিতে এই চুলা এবং কাঠ আমরা আপনাকে সরবরাহ করব(শর্ত প্রযোজ্য) এই লেখাটি যদি আপনার ভালো লাগে তবে আপনার কাছের মানুষদের কে শেয়ার করে জানিয়ে দিতে পারেন তাহলে আশা করি তারাও এটা থেকে শুফল পাবে ইনশাল্লাহ। এছাড়া আপনারা যে সকল ভাই ও বোনেরা বেকার/চাকুরি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন । আপনাদেরকে স্বল্প ট্রেনিং এর মাধ্যমে এ চুলার মার্কেটিং প্রশিক্ষন দেয়া হবে যেন আপনি স্বাবলম্বি হতে পারেন। করোনাভাইরাস থেকে নিরাপদ থাকুন। সুস্থ থাকান, নিরাপদে থাকুন আপনার পরিবার সহ আপনি সুখে থাকুন সেই কামনাই আল্লাহ হাফেজ।
Leave a reply