XSTORETHEME
ebponi নিয়ে এলো সাতক্ষীরাতে তাদের ভোক্তাদের জন্য একটি দারুণ প্যাকেজ। সাতক্ষীরা শহরের তাদের আউটলেট থেকে কেনাকাটা করলে ভাগ্যবান ক্রেতার জন্য থাকছে আকর্ষণীয় জন্মদিনের কেক উপহার। সেক্ষেত্রে গ্রাহককে তার নাম মোবাইল নম্বর এবং জন্ম তারিখ ebponi ফেসবুক পেজে মেসেজ করতে হবে। তবেই জন্মদিনের দিন গ্রাহককে উপহারটি সরবরাহ করা হবে, এছাড়া রেফারেল বোনাস তো রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে এটির স্বত্বাধিকারী বলেন, COVID-19 এর সময় এ মানুষকে অনুপ্রাণিত করতে এবং ঘরে বসে কেনাকাটার অভিজ্ঞতা দিতে আমাদের এই আয়োজন যেন ক্রেতারা ঘরে বসেই তাদের সঠিক পণ্যটি পেতে পারে এবং নিজেরা নিরাপদে থাকতে পারে সে ব্যাপারে মানুষকে সচেতন করতেই আমাদের এই ছোট্ট আয়োজন। তিনি হেসে আরও জানান যদিও আয়োজনটি বিশাল কিছু নয় তবুও তারা তাদের কাস্টমার কে খুশি করতে এটির ব্যবস্থা করেছেন, ভবিষ্যতে ইনশাল্লাহ আরো বড় হবে আয়োজনটি। সাতক্ষীরার মানুষ প্রযুক্তিতে আরো এগিয়ে যাবে এখানকার মানুষের জীবনযাপন আরও সহজ হবে সে প্রত্যাশা আয়োজকদের সকলের।
-সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন, আপনাদের দিনগুলো আরো আনন্দে কাটুক, সেই কামনা রইল শুভেচ্ছা নিরন্তর।
XSTORETHEME
Leave a reply