
Tshirt in satkhira home delivery only tk.70/- buy one get one free.
একটি আরামদায়ক পোশাক আমরা কে না গায়ে চড়াতে চাই, কিন্ত সে পোশাকটি যদি হয় কেনার পওে কিছুটা শক্ত পোক্ত, বা গায়ে দিলে অস্বস্তির কারন, তবে সে পোশাকে আপনাকে যতটাই আকর্ষনীয় বা সুন্দর দেখাকনা কেনদিন শেষে আপনি ঘওে ফিরবেন একরাশ হতাশা, ঘর্মাক্ত দেহ, মন নিয়ে। আমাদের দেশের কিছু লোকাল পোশাক কোম্পানি গুলোঠিক এ কাজ ই করছে বছরের পর বছর। বিশেষ করে উন্নত বিশ্বের একটি বড়বাজার হ্েচ্ছ আমাদেও গার্মেন্টস শিল্পকারখানা গুলো কিন্ত বিদেশি চাহিদার বিপরিতে আমাদের যে বাজার রয়েছে সেটাকে সুন্দরভাবে ব্যবহার করা গেলেও আমাদের দেশের অসাধু কিছু গার্মেন্টস কোম্পানি তাদেও অপ্রস্তুত মেশেনারিজ, অদক্ষ শ্রমিক দিয়ে যে ধরনের বিদেশি পোশাকের আদলে ও অনুকরনে নকল পোশাক প্রস্তুত করছে তা আমাদেও সাধারন দৃষ্টিতে সুন্দও আকর্ষনীয় মনে হলেও মূলত এর পেছনে সস্তা ফেব্রিকস, ইকুইপ¤েœট, রং ও ক্যামিকেল। যা দিয়ে এ ধরনের পোশাক তৈরি করা হচ্ছে। ফলে আপনি হয়ত আপনার বা আপনার সন্তানের জন্য বাজার থেকে অপেক্ষাকৃত কম দামে পোশকাটি কিনছেন এবং বাড়িতে নিয়ে এসে এটাকে ব্যবাহারের পরে অস্বস্তি বোধ করলেন। যা থেকে দেখা দিতে পাওে আপনার মানসিক অবসাদ, অস্বস্তি, অতিরিক্ত গরমভাব এবং সর্বপরি একটি অস্থিও পরিবেশ যেটা হয়ত আপনার আদৌ কাম্য ছিল না। দোকানিরা আপনাকে তাদেও বিক্রয় বৃদ্ধিও জন্য কিন্ত আপনাকে ঠিক ই বলবে যে আফা/স্যার এ পোশাক দেখছেন ক্যালভিনকিলন এর অরিজিনাল গার্মেন্টসের পন্য অর্ডার ফেইল হওয়ায় বা কিছুটা রিজেক্ট হওয়ায় এত কম দামে আপনি পাচ্ছেন। আপনি ও বোকার মত চিন্তা করলেন আওে ঠিক ই তো যুক্তি ঠিক ই আছে, এ ভেবে আপনি হরহামেশায় পন্যটি ক্রয় করছেন যেটা আপনার জন্য হিতে বিপরিত হচ্ছে। অনেকে হয়ত এখন বলতে পারেন তাহলে কি আমরা গার্মেন্টেসের রিজেক্ট মাল বা পায়না? হ্যা অবশ্যই পাওয়া যায় কিন্ত সেটা আপনি পাচ্ছেন কিনা অর্থাৎ নকল পোশাকের ভিড়ে আপনি কি নিশ্চিত বিক্রেতা আপনাকে যেটি সরবরাহ করছে সেটা আদৌ সেই লট এর রিজেক্ট পন্য কিনা? সে ব্যাপারে প্রশ্নকিন্ত থেকেই যায়।
টিশার্ট এ সাতক্ষীরাইতিহাস, ঐতিহ্যঃ
এতক্ষন উপরের বিস্তারিত আলোচনা কেন করা হল এবার আপনারা বুঝবেন বন্ধুরা। আপনারা টিভিতে কি এমন বিঞ্জাপন দেখেছেন যেখানে দেখানো হচ্ছে , মা তার মেয়ের মৃত বাবাকে উদ্দেশ্য কওে বলছে তোর বাবা বেচে থাকলে আজ ও এই কদুর তৈল ব্যবহার করত। এর কারন কি জানেন? এর কারন হচ্ছে আপনার আবেগ কে পুজি কওে ব্যবসা। এমন কিছ ুকিছু কোম্পানি রয়েছে যে বা যারা ঠিক এ কাজটি করছে তারা টিশার্ট এ সাতক্ষীরা ইতিহাস, ঐতিহ্যকে খুব সুন্দর ও চমকপ্রদভাবে আপনার সামনে তুলে ধরছে ফলে আপনি ভাবছেন বাহ এখানে টিশার্ট এ সাতক্ষীরা ইতিহাস, ঐতিহ্য এর প্রকাশ পেয়েছে আমার ব্যাক্তিত্য,আভিযাত্য, সমাজের প্রতি দায়বদ্ধতা, দেশ প্রেম ইত্যাদি প্রকাশ করবে তাহলে এই পোশাক আমার ক্রয় করা উচিত। সাধারন দৃষ্টিতে দেখলে বিষয়টা কিন্ত খুব ই ভালো কিন্তআপনি এই যে কাস্টমাইজ পোশাকটি কিনছেন সেটা কেনার আগে অবশ্যই নি¤œলিখিত বিষয় গুলো খেয়াল রেখে কিনুন তবে আপনি আশা করা যায় ঠকবেন না।
1. ব্র্যান্ডের পোশাকের কথা বলে নকল ফেব্রিকস কিনছেন না তো যাচাই করেনিন। প্রয়োজনে আপনার হাতে থাকা মোবাইল থেকে পোশাকেরগায়ে থাকা ট্যাগ ও দেয়া তথ্য গুলো ওয়েবসাইট থেকে যাচাই করে দেখুন।
2. আমাদের দেশের লোকাল ব্র্যান্ড যেমন: আড়ং, দর্জিবাড়ি, সাদাকালো, ক্যাটসআই, মেনজক্লাব, এসটাসি, তানজিম, ইত্যাদি কোম্পানির প্রতিটির ওয়েবসাইট এ তাদেও প্রডাক্টেও প্রায় প্রতিটির বিস্তারিত তথ্য দেয়া থাকে কস্টকরে সেখান থেকে যাচাই করে নিন।
3. পোশাকের রং, টেমপারেচার, হিউমিডিটি, ইত্যাদি তথ্য গুলো অনেক সময় অনেক কোম্পানি তাদের ট্যাগে দিয়ে থাকে সেগুলো মিলিয়ে নিন।
এখন অনেক কোম্পানিতাদের পোশাকে (রিজেক্ট প্রডাকেট ও) বারকোড, স্ক্যানারকোড দিয়ে থাকে যেটি দিয়ে অনায়াসে আপনি পন্যটি সঠিক কিনা তা যাচাই করতে পারেন।
তবে কি আপনি নকল পোশাকের কারনে পোশাক না কিনে বাড়ি আসবেন? আসলে বিষয়টি তা নয় এই লেখাটির উদ্দেশ্য হল বন্ধুরা আপনাকে সচেতন করা। পোশাক আমাদেও রুচি, অভিযাত্য, সংস্কৃতি, ব্যাক্তিত্ব ইত্যাদি প্রকাশ করে ঠিক ই কিন্তদিন শেষে আপনি যদি ঠিক পোশাকটি কিনতেপারেন সেটা নির্ভর করছে অপনার একটু সচেতনতার উপরে। আমরা চাই আমাদেও প্রতিটি বন্ধু ভালো পোশাক কিনবে, পছন্দের মানুষ গুলোকে উপহার দিবে, সর্বপরি একটি সুন্দও সমাজ দেশ আমরা দেখতে পাবো যেখানে স্বার্থান্বেষি মহলের অসাধু ব্যবসায়ি প্রতিযোগিতার বলির পাঠা আমরা হবো না। সে ব্যাপারে হবো আমরা বদ্ধপরিকর। মানুষ ঠকিয়ে ব্যবাসা করার দিন কে বিদায় জানাতে আপনাদের সহযোগীতা সকলের ঐ কান্তিক কাম্য।
সবাই ভালো থাকুন, নিরাপন থাকুন, আপনার প্রতিটি দিন হোক আনন্দময়, শুভেচ্ছা নিরন্তর।
Leave a reply